• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

রসিক নির্বাচনে সাংবাদিকদের মানতে হবে যেসব নির্দেশনা

/ ৮৫ বার পঠিত
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সাংবাদিকদের জন্য দুটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী ভোটকক্ষে কোনো সাংবাদিক ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না। ভোটকক্ষে দুজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না।

শনিবার ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের জন্য দুটি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে একসঙ্গে দুজনের বেশি সাংবাদিক ভোটকক্ষে ঢুকতে পারবেন না। ১০ মিনিটের বেশি কোনো সাংবাদিক ভোটকক্ষে অবস্থান করতে পারবেন না।

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর রংপুর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট প্রার্থী সংখ্যা রয়েছে ২৭০ জন। মেয়র পদে নয় জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রসিক নির্বাচনে।


আরো পড়ুন