• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

যে একাদশ নিয়ে বাঁচা-মরার লড়াইয়ে নামছে সেনেগাল

/ ৯৮ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল। বিশ্বকাপ শুরুর আগে দলটি বড় ধাক্কা খায় তারকা ফরোয়ার্ড সাদিও মানেকে হারিয়ে। মানের অভাব গ্রুপ পর্বের দুই ম্যাচে বেশ ভালো করেই টের পেয়েছে সেনেগাল। এক ম্যাচ জিতলেও, হেরেছে অপরটিতে।আজ এ গ্রুপের শেষ ম্যাচটি অনেকাংশে তাই দলটির জন্য বাঁচা-মরার লড়াই।

ইকুয়েডরের কাছে হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে সেনেগালের। ড্র করলে একটা ক্ষীণ আশা থাকবে। সে জন্য কাতারের কাছে আবার হারতে হবে শক্তিশালী নেদারল্যান্ডসকে। সেটাও অন্তত তিন গোলের ব্যবধানে। ডাচরা যদি দুই গোলেও হারে, ওদিকে সেনেগাল ড্র করে, তবে হেড টু হেডে এগিয়ে থাকার সুবাদে ইকুয়েডরের সঙ্গে শেষ ষোলতে চলে যাবে নেদারল্যান্ডস।

বাঁচা-মরার লড়াইয়ে তাই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে সেনেগাল। তিন কাঠির নিচে থাকছেন কোচ আলিউ সিসের প্রথম পছন্দ এডুয়ার্ড মেন্ডি। রক্ষণে কালিদু কুলিবালি নেতৃত্ব দিবেন ইউসুফ সাবালি, ইসমাইল জ্যাকবসদের। গোল করার দায়িত্ব থাকছে বুলায়ে দিয়ার কাঁধে। ম্যাচটি ইকুয়েডরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে তাদের সামনে জটিল কোনো সমীকরণ নয়। স্রেফ ড্র করলেই পরের রাউন্ডে চলে যাবে দলটি। তারপরও সেরা শক্তি নিয়েই মাঠে নামছে ইকুয়েডর। চোটে পড়া এনার ভ্যালেন্সিয়াকেও শুরুর একাদশে রেখেছেন কোচ গুস্তাভো আলফারো।

এক নজরে দুই দলের একাদশ  

সেনেগাল (৪-৫-১): এডুয়ার্ড মেণ্ডি; কালিদু কুলিবালি, ইসমাইল জ্যাকবস, ইউসুফ সাবালি, আব্দু দিয়ালো; ইদ্রিসা গানা গুয়ে, পাথে সিস, ইলিমান নিডিয়ায়ে, ইসমাইলা সার, পাপে গুয়ে; বুলায়ে দিয়া।

ইকুয়েডর (৪-৩-৩): হের্নান গালিন্দেজ; ফেলিক্স তোরেস, পিয়েরো হিনকাপি, পেরভিস এস্তুপিনান, আঙ্গেলো প্রেসিয়াডো; কার্লোস গ্রুয়েজো, আলান ফ্রাঙ্কো, মইসেস কাইকেদো; মিখায়েল এস্ত্রাদা, এনার ভ্যালেন্সিয়া, গনজালো প্লাটা।


আরো পড়ুন