• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

ইতিহাসের সবচেয়ে দ্রুতগামী বল দিয়ে হবে কাতার বিশ্বকাপ

/ ৯১ বার পঠিত
আপডেট: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের পর্দা উঠার আর মাত্র চার দিন বাকি। আগামী ২০ নভেম্বর, বিশ্বকাপের ২২তম আসরে স্বাগতিক কাতারের মুখোমুখি হতে চলেছে ইকুয়েডর। এরই মধ্যে ৩২টি দলই নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে। বিশ্বকাপের জন্য প্রস্তুত রয়েছে সব স্টেডিয়াম। তবে ৫ মাস আগে থেকেই প্রস্তুত ছিল কাতার বিশ্বকাপের ফুটবল।উপাদান দিয়ে তৈরি। বলটির ওজন ৪২৫ থেকে ৪৪৫ গ্রাম এবং এটির আকার ৬৮ দশমিক ৮ সেন্টিমিটার থেকে ৬৯ দশমিক ৩ সেন্টিমিটার পর্যন্ত। এবারের বিশ্বকাপে তিন হাজারটি ফুটবল ব্যবহার করা হবে। যার মূল্য ৮ মিলিয়ন ডলার।

তবে পাকিস্তানে তৈরি হলেও কাতারের সংস্কৃতি, স্থাপত্য, প্রতীকী নৌকা এবং পতাকার রংয়ের মিশেলে তৈরি করা হয়েছে ‘আল রিহলা’ নামের বলটি। যেখানে ২০ ধরনের ডিজাইন ব্যবহার করেছে অ্যাডিডাস।


আরো পড়ুন