• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

কৃষকের উন্নয়নে শেখ হাসিনার সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ডেপুটি স্পিকার

/ ১২৭ বার পঠিত
আপডেট: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২


সাঁথিয়া (পাবনা)প্রতিনিধিঃ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুক এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের উন্নয়নে শেখ হাসিনার সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। খালেদা জিয়ার সরকার সারের জন্য যেখানে কৃষককে গুলি করে হত্যা করেছে সে ক্ষেত্রে কৃষিজাত ফসল বেশী বেশী করে উৎপাদনের লক্ষে সরকার কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ ও কৃষি সরঞ্জাম বিতরণ করেছে। দেশে মাঝে মধ্যেই নানা রকম প্রকৃতিক দুর্যোগে ফসল হানি হলেও সরকারের সময়োপযোগী সঠিক পদক্ষেপে ফসল উৎপাদনের মাধ্যমে দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। একমাত্র আওয়ামীলীগ সরকারের আমলেই দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। রোববার সন্ধ্যায় পাবনার সাঁথিয়ায় মিয়াপুর স্কুল এ্যান্ড কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বিটিভির কৃষক বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। সভায় ক্ষেতুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর আলম পিন্চুর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সাথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, বেড়া পৌরসভার মেয়র এ্যাড. আশিফ শামস রঞ্জন,সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যন সোহেল রানা খোকন, শিল্পতি রুহুল আমিন বিশ^াস রানা,আওয়ামীলীগ নেতা বেলায়েত আলী বিল্লু,হাসান আলী খান ,রবিউল করিম হিরু,কার্তিক শাহা প্রমুখ।অনুষ্ঠানে গ্রামীণ ঐতিহ্য লাঠিবাড়ি খেলা হাডুডু খেলাসহ কৃষক বিনোদনের নানা বিষয় উপস্থাপন কার হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করে


আরো পড়ুন