• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

মড়বাড়িয়া শিক্ষকের বেতের আঘাতে চোখ হারাতে বসেছে জিহাদ!

/ ২৫৪ বার পঠিত
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

মড়বাড়িয়া শতরিকুল ইসলাম পিরোজপুরঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শিক্ষকের বেতের আঘাতে জিহাদ (১৬) নামে এক ছাত্রের বাম চোখ গুরুতর জখম হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। জিহাদ উপজেলার সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
তার বড় ভাই রুম্মান বেপারী জানান, প্রতিদিনের মতো আজ সকালে ওই স্কুলের শিক্ষক গোলাম রব্বানী লিটনের বাড়িতে পড়তে যায় জিহাদ। পড়া না পারায় শিক্ষক বেত দিয়ে আঘাত করলে জিহাদের বাম চোখে গুরুতর জখম হয়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় খুলনা ইসলামিয়া চক্ষু হাসপাতাল। কর্তব্যরত চিকিৎসকরা জানান, জিহাদের উন্নত চিকিৎসা প্রয়োজন।

সে অনুযায়ী জিহাদকে ঢাকায় হারুন আই ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়েছে— জানান রুম্মান বেপারী।

ঘটনার পর থেকেই গোলাম রব্বানী লিটনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে লিটনের বিচার দাবিতে বিদ্যালয় চত্বর ও সাপলেজা বাজারে বিক্ষোভ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ বলেন, এ ঘটনার কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে এ বিষয়ে ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সিদ্বান্ত নেওয়া হবে।


আরো পড়ুন