• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

কিশোর গ্যাং বন্ধে অভিযান শুরু ভান্ডারিয়া থানা পুলিশের।।

/ ৩৪৮ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

বাদল পিরোজপুর প্রতিনিধিঃ
কিশোর গ্যাং বন্ধে অভিযান শুরু করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় বখাটের উৎপাত, কিশোর গ্যাং কালচার বন্ধ এবং স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। কিশোর গ্যাং, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ করা ও শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়ার টেবিলে রাখার জন্যই এ অভিযান অব্যহত থাকবে বলে জানান ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান। অভিযানকালে ভান্ডারিয়া থানা পার্কে ১০ জন এবং ভান্ডারিয়া রিজার্ভ পুকুরপাড়ে ৭ জন ছাত্র পান।পরবর্তীতে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, কিশোর গ্যাং’ এর নামে সারা দেশে কিশোরদের একটি অংশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। দলবেঁধে মাদক সেবন করার পাশাপাশি পাড়া-মহল্লায় নারীদের উত্ত্যক্ত করা থেকে শুরু করে চুরি-ছিনতাই-খুন তাদের কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। আধিপত্য বিস্তার আর কথিত ‘হিরোইজম’ দেখাতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধে জড়ায় তারা। এই বিদ্যমান পরিস্থিতিতে ভান্ডারিয়ায় যাতে কোন কিশোর গ্যাং কালচার গড়ে উঠতে না পারে এজন্য অভিযান অব্যহত থাকবে।


আরো পড়ুন