• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

অবশেষে ঘুচলো ৯৭ বছরের সোনার আক্ষেপ

অনলাইন ডেস্ক / ১৫৫ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

ফিলিপাইনের হয়ে প্রথম স্বর্ণপদকজয়ী অ্যাথলেট হিসেবে টোকিও অলিম্পিকে মেয়েদের ভারোত্তোলনে ৫৫ কেজি ওজন শ্রেনিতে সোনা জিতেছেন হিদিলিন দিয়াজ। ১৯২৪ সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ করে মোট ১০টি পদক জিতলেও এর মধ্যে কোন স্বর্ণপদক ছিলো না। ৩০ বছর বয়সী এই নারী অ্যাথলেট অবশেষে ফিলিপাইনের সেই দীর্ঘ সোনার আক্ষেপ ঘোচালেন।

স্ন্যাচে ৯৭ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১২৭ কেজিসহ মোট ২২৪ কেজি তুলে সোনা জিতে নেন দিয়াজ। ২০১৬ সালে রিও অলিম্পিকে রুপা জিতেছিলেন তিনি। ফিলিপাইনের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে দুই অলিম্পিকে পদক জয়ের কীর্তিও এখন তার।

দিয়াজ হারিয়েছেন চায়নার বিশ্বরেকর্ডধারী লিয়াও কিউইয়ুনকে। লিয়াও ২২৩ কেজির টার্গেট ছুঁড়ে দেন দিয়াজকে। লক্ষ্য ছাপিয়ে বিশ্বরেকর্ড গড়েন এই ফিলিপাইনের ক্রীড়াবিদ। ফলে লিওয়াকে সিলভার নিয়ে খুশি থাকতে হয়েছে। আর ব্রোঞ্জ জিতেছেন কাজাখস্তানের জুলফিয়া সিনশানলো।


আরো পড়ুন