• শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন

কুমিল্লা মহানগর জাতীয় শোকদিবসের বর্ধিতসভা অনুষ্ঠিত

/ ৩৩৯ বার পঠিত
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

সাইফুল ইসলাম ফয়সালঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা রবিবার বিকাল ৫ টায় কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত হয় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও কুমিল্লা- ৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ১৫ আগষ্টকে সামনে রেখে শোক দিবসের কর্মসূচী নির্ধারণের লক্ষে অনুষ্ঠিত বর্ধিত সভায়
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ছাড়াও
অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস
ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম
শাহাদত বার্ষিকীতে ব্যাপক কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শোক দিবসের কর্মসূচীর মধ্যে থাকবে সকাল-৭ টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল-৮ টায় কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লা টাউন হল থেকে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুারাল পর্যন্ত শোক র‌্যালিতে অংশগ্রহন, আসরের নামাজের পর কুমিল্লা সদর ও সিটি কর্পোরেশন এলাকার সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত, সন্ধ্যায় শোক দিবসের আলোচনা সভা টাউন হলে অনুষ্ঠিত হবে বর্ধিত সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি
বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার
শোক দিবসের সকল কর্মসূচী সঠিক ভাবে বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মীদের নির্দেশ দেন। বর্ধিত সভা থেকে সকল মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের জন্য প্রতিটি ওয়ার্ডে একজন করে দায়িত্বশীল ঠিক করে দেন, যারা অন্য সকল নেতাকর্মীদের নিয়ে সভা করে তা বাস্তবায়ন করবে।


আরো পড়ুন