• শনিবার, ০৪ মে ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

এএল‌আরডি’র সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করলেন বিএম‌এস‌এফ‌”র নেতা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক / ১৯১ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

ঢাকায় ৩ দিন ব্যাপী এএল‌আরডি’র সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করলেন বিএম‌এস‌এফ‌ নেতা প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু।

এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএল‌আরম) ২৬-২৮ জানুয়ারি তিন ব্যাপি এ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ২৬ জানুয়ারি সকাল ৯-৫ টা ওয়াই ডব্লিউ সি এ, মোহাম্মদপুর ঢাকা কনফারেন্স রুমে প্রথম দিনে আলোচনায় অংশ গ্রহণ করেন এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএল‌আরম) নির্বাহী পরিচালক শামসুল হুদা, এল‌আরডি কর্মকর্তা সৈয়দা জুবাইদা ফাতেমা, ভূমি জরিপ অধিদপ্তর, ঢাকার সহকারী সেটেলমেন্ট অফিসার জিল্লুর রহমান প্রমুখ।

কর্মশালায় “ভূমি, জলা ও বনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সাংবাদিক ওরিয়েন্টেশন” অনুষ্ঠিত হয়। এতে ঝালকাঠি জেলা বিএম‌এস‌এফ সাধারণ সম্পাদক প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মী অংশ গ্রহণ করেন।

প্রথম দিনে আলোচ্য বিষয় ছিল খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালায় নারীর অধিকার, কৃষি জমি, জলাধার, নদী, পাহাড়, বনের জবর দখল ও প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি জরিপ, ভূমি জরিপকালীন সমস্যাসমূহ এবং সমাধানে জনসাধারণ ও সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা উপস্থাপন করা হয়েছে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের সনদ প্রদান করা হবে।


আরো পড়ুন