• শনিবার, ০৪ মে ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

নির্বাচন কর্মকর্তাদের সুপারিশগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস

/ ১০৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

নির্বাচন কমিশন কর্মকর্তা-কর্মচারীদের দেয়া সুপারিশগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দাবি বাস্তবায়নে সিইসি ও নির্বাচন কমিশন সচিবকে স্মারকলিপি দেন তারা। স্মারকলিপিতে তারা জানান, আগামী রোববারের মধ্যে দৃশ্যমান কোন পদক্ষেপ না নিলে সোমবার কালো ব্যাচ ধারণ, ৮ ডিসেম্বর অর্ধবেলা কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা কর্মচারীরা।

এতে আরও উল্লেখ করা হয়, দাবি মেনে না নিলে পরে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি নেয়া হবে।

এসব কর্মসূচি নির্বাচন কমিশন সচিবালয়সহ মাঠ পর্যায়ের সব অফিসে পালন করা হবে।
এ বিষয়ে কমিশন সচিব বলেন, এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখা, নির্বাচন কমিশনে বিভিন্ন পদে প্রেষণে নিয়োগ বন্ধ, ইভিএম প্রকল্প ওয়্যারহাউজ ও যানবাহন সহ অনুমোদন, ইসির প্রস্তাবিত অর্গানুগ্রাম (সাংগঠনিক কাঠামো) দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, এগুলো দাবি নয় সুপারিশ। এগুলো বাস্তবায়নে সব চেষ্টা করার চেষ্টা থাকবে ইসির। ইসির সকল কর্মকর্তারা তাদের দাবি নিয়ে সচিব এবং সিইসির সঙ্গে বৈঠক করেছেন।


আরো পড়ুন