• রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তরের পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে সংঘবদ্ধ চক্র টিকা সনদের রমরমা ব্যবসা

/ ১৩৫ বার পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
স্বাস্থ্য অধিদপ্তরের পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে সংঘবদ্ধ চক্র টিকা সনদের রমরমা ব্যবসা

স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষা অ্যাপের পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে একটি সংঘবদ্ধ চক্র টিকা সনদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, টাকার বিনিময়ে তাদের কাছে মেলে নকল জাতীয় পরিচয়পত্রও। সম্প্রতি এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

জানা যায়, সুরক্ষা অ্যাপ ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে চক্রটি। শুধু তাই নয় মাত্র একশ’ টাকা খরচ করলেই, তাদের কাছ থেকে মেলে নকল এনআইডি কার্ড। চক্রের চক্করে পাওয়া যায় জন্মনিবন্ধন সনদও।


পুলিশ জানায়, সম্প্রতি প্রতারক চক্রটির চারজনকে গ্রেফতার করেছে ডিবির সাইবার বিভাগ। এদের মধ্যে একজন নির্বাচন কমিশনের অস্থায়ী কম্পিউটার অপারেটর। সে শুধু এনআইডির নম্বর দিলে সার্ভার থেকে সব তথ্য চক্রের বাকি সদস্যদের দেয়। এরপর তাদের হাতে তৈরি হয় নকল এনআইডি।

পুলিশের গোয়েন্দ শাখার প্রধান হারুন অর রশীদ বলেন, ইউজার আইডি ও পাসওয়ার্ড অপরাধ চক্রের হাতে চলে গেছে। তারা টিকা না দিয়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে।

ডিবি প্রধান জানান, সুরক্ষা অ্যাপসের অ্যাডমিনের কেউ জড়িত কি না তা তদন্ত করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরকেও জানানো হবে বিষয়টি। তিনি বলেন, ‘সার্ভারের দায়িত্বে যারা আছেন তাদেরও দেখা হবে। এ বিষয়ে আরও নজরদারি বাড়াতে হবে। গত তিন বছরে প্রতারকদের অ্যাকাউন্টে দেড় কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।


আরো পড়ুন