• শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ভান্ডারিয়ায় ইসলামি ছাত্র আন্দোলনের বিক্ষোভ!

/ ২৩৯ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

মো:বাদল পিরোজপুর প্রতিনিধি:
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসলামি ছাত্র আন্দোলন পিরোজপুরের ভাÐারিয়ায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। ইসলামি ছাত্র আন্দোলনের পিরোজপুর জেলা (দক্ষিণ) শাখার সভাপতি এম এম রেদওয়ান হোসেন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ আবুবকর, ইসলামি আন্দোলন ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মো. বাদশা জোমাদ্দার, সেক্রেটারী জাকারিয়া আল কাশেমী, ইসলামি ছাত্র আন্দোলন এর সাধারণ সম্পাদক ওমর ফারুক শাকিল প্রমূখ। বক্তারা এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।

সমাবেশে বক্তারা বলেন, আবরার ফাহাদ হত্যা কোনো স্বাভাবিক হত্যাকান্ড নয়; বরং এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। দল বেঁধে সময় নিয়ে একজন মানুষকে ঠান্ডা মাথায় পিটিয়ে হত্যা করতে হলে কতটা পিশাচ হতে হয়, তা আমাদের বোধগম্য নয়। আমরা এ হত্যাকান্ডে জড়িত উন্মাদ খুনীদের মৃত্যুদন্ড দাবি করছি।

তারা আরো বলেন, বিশ্বজিৎ সহ পরবর্তী হত্যাকান্ডের সুষ্ঠু বিচারকার্য সম্পাদিত না হওয়ায় সন্ত্রাসীরা একের পর এক হত্যাকান্ড ঘটানোর সাহস পেয়েছে। দেশব্যাপী নৃশংস হত্যাকান্ডে জড়িতরা দ্রæত ক্ষমতাসীন নেতা ও প্রশাসনের সহযোগীতায় ধরাছোয়ার বাইরে থেকে যায়, ফলে এধরনের নৃশংসতা এখন নিত্ত নৈমিত্তিক ঘটনায় রূপ নিয়েছে। পূর্ববর্তী ঘটনাগুলোর ন্যায় এ ঘটনাটিও মাটি চাপা পড়ে গেলে ভবিষ্যতে আরো কত নৃশংসতার স্বাক্ষী হতে হয় তা আমাদের জানা নেই। দেশব্যাপী এসব ঘটনা বন্ধ করতে হলে আবরার হত্যায় জড়িতদের সকলকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।


আরো পড়ুন