• শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

ইউক্রেন দ্রুত ইইউর সদস্যপদ পেতে যাচ্ছে: জেলেনস্কি

সূত্র: বিবিসি / ৩০৪ বার পঠিত
আপডেট: শনিবার, ১৯ মার্চ, ২০২২

ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে বলে দাবি করেছেন  দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, তিনি ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেনের সঙ্গে কথা বলেছেন। ইইউ প্রধান ইউক্রেনের ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন দ্রুত নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জেলেনস্কি বলেন, ইইউ কমিশনের প্রধান ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদান দ্রুত শেষ করতে সব কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন।  এ সময় তিনি বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য হতে যাচ্ছি। জেলেনস্কি বলেন, ইইউতে অন্তর্ভুক্ত হওয়ার আমলাতান্ত্রিক দীর্ঘ প্রক্রিয়া, স্বাভাবিকভাবে যেটা বছরের পর বছর লাগে; সেটা মাস এবং সপ্তাহে নিয়ে আসা হচ্ছে।


আরো পড়ুন