• রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

টেকনাফে কোষ্টগার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

/ ২৫৫ বার পঠিত
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা:- কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার রাতে সদর ইউপি বড় হাবির পাড়া জামে মসজিদ সংলগ্ন কবর স্থানের প্বার্শ থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। আটক হলেন,টেকনাফের মোঃ রশিদের ছেলে মোঃ তৈয়ব(২৫)।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে.কমান্ডার সোহেল রানা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউপি বড় হাবির পাড়া জামে মসজিদ সংলগ্ন কবর স্থানের পাশ দিয়ে ইয়াবা পাচার হবে। এমন তথ্য ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।এ সময় তার কাছ থেকে২০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা।ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন