• রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন, আতিক সভাপতি বিদ্যুৎ সম্পাদক।

/ ৩৩৩ বার পঠিত
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:- নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এর আগে ছাত্রলীগের পক্ষ থেকে র‌্যালি বের করে মালঞ্চি বাজার, রেলগেট এলাকা এবং উপজেলা চত্ত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা জিমনেসিয়ামে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মুকুল সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান রিংকু, বাগাতিপাড়া উপজেলা যুবলীগ সভাপতি নাসিম মাহমুদ, লালপুর উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্টু, উপজেলা তাঁতীলীগ সভাপতি শামসুজ্জামান মোহন, আওয়ামীলীগ নেতা শরীফ আহম্মেদ, নয়েজ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে আতিক হাসান বিদ্যুৎ কে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বাগাতিপাড়া বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রের উদ্বোধন
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরে ৩৩/১১ কেভি ১০ এমভিএ বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ফলক উন্মোচন করে এ ইনডোর উপকেন্দ্রের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ উপকেন্দ্রটি হতে বিশ হাজার গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় রাজশাহী জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এনামুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা ও সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ( প্রকল্প) মহিউদ্দিন আহমেদ, বাগাতিপাড়া উপজেলার চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার ( অঃ দঃ) মোমিনুল ইসলাম প্রমুখ। এসময় পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন ।


আরো পড়ুন