• রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

“কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ৬কিশোর আটক”

/ ২৭৩ বার পঠিত
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া(বাবু)-(কুমিল্লা জেলা থেকে):কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ৬ সদস্য আটক!কিশোর গ্যাংয়ের ছয়।সদস্যকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হলেন,শাহদাত হোসেন (১৭), মোঃরুবেল (১৪) মোঃইয়াসিন হোসেন( ১৭), মোঃমেহেদী হাসান (১৫), মোঃ নাঈম (১৪), মো. সোহেল রানা (১৮)।

শুক্রবার রাতে ওই উপজেলার ষোলপুকুরিয়া নৈরপাড় থেকে তাদের আটক করা হয়েছে। র‌্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক প্রণব কুমার সাহা জানান, কুমিল্লার মুদাফফরগঞ্জে সড়কের পাশে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ঘটনাস্থল থেকে দুটি রামদা, তিনটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, পাঁচটি মোবাইল, একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।


আরো পড়ুন