• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

কবিতা – মাঝরাতে…….

লিখিকা - মোরশেদা সীমা / ৩১৯ বার পঠিত
আপডেট: শনিবার, ১ মে, ২০২১

মাঝ রাতের পাখি আমায়

ডেকে যায় জাগতে,
আকাশের সুখ তারা হাসে
সেখানেই আসতে।
চাঁদের হাতটা ধরে চলতে
কত কথা বলতে,
আকাশের তারারা ডাকছে
তারা হয়ে জ্বলতে।
ফুল ফুটে বিকশিত হয়
মনটা হেসে রয়,
ওরা সবাই আমার সাথে
কত কথাই কয়।
আমি আবার একা কিসের
কোন সে শূন্যতায়?
কত সুখ মিশেছে মনের
গোপন পূর্ণতায়।
আঁধারেরা ডাকছে আমায়
নিঠুর মৌনতায়,
মাঝরাতের বাতাস আসে
আমার সঙ্গ তায়।
সবকিছুরই মাঝে আছে
জেগে থাকা কবিতা,
ভোরের মতো উঠবে জেগে
মনেরই সবিতা।


আরো পড়ুন