• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উৎসব উদযাপিত

/ ৫৪ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
“আলোকিত মানুষ চাই “এই স্লোগানকে সামনে রেখে আজ ৯ফেব্রুয়ারী ঝালকাঠি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিকেল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মো আসাদুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা জনাব নারায়ণ মিস্ত্রি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি লেখক ও গবেষক মু আল-আমীন বাকলাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরীর ঝালকাঠি ইউনিট এর পরিচালক সাইফুল ইসলাম। কোরান তেলাওয়াত, সংগীত অনুষ্ঠান,আবৃত্তি, আলোচনা সভা অনুষ্ঠান কে প্রাণবন্ত করে তোলে।প্রায় অর্ধশতাধিক পাঠক পাঠিকা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান আলোচক মু.আল আমীন বাকলাই বলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরি ঝালকাঠিতে আলোকিত মানুষ তৈরির জন্য নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছে। ঝালকাঠি রাজাপুর কাঠালিয়া কাউখালী নলছিটিতে এই লাইব্রেরীর মাধ্যমে অনেক পাঠক সৃষ্টি হয়েছে। প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান তালুকদার আলোকিত মানুষ তৈরির জন্য বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি নারায়ণ মিস্ত্রি তার লাইব্রেরীতে ছেলে মেয়েদেরকে বই পড়ার জন্য আহ্বান জানান।


আরো পড়ুন