• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

দক্ষিণ কেরাণীগঞ্জে ভুয়া পুলিশ র‍্যাবের হাতে আটক

/ ১০৯ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:-
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩১ মে ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ভাওয়ারভিটি এলাকায় একটি অভিযান পরিচালনা করে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণাকারী চক্রের ০১ ভুয়া পুলিশকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ লিটন খাঁন (৩০) বলে জানা যায়। এসময় তার নিকট হতে ০২ টি ভূয়া পুলিশ আইডি কার্ড, ০২ টি ল্যাপটপ, ০১ টি সিডি ড্রাইভ, ০৩ টি হার্ডড্রিক্স, ০২ টি ভূয়া এনআইডি কার্ড, ০২ টি পেনড্রাইভ, ০৩ টি মডেম, ০৩ টি মোবাইল ও নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বাসা ভাড়া নিয়ে অবস্থান করে এবং পুলিশের এএসপি এর পরিচয় প্রদান করে জনসাধারনের মূল্যবান জিনিসপত্র প্রতারণার মাধ্যমে আতœসাৎ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো পড়ুন