• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

গুইমারাতে বিআরডিবি সরকারী বাগানের গাছ কেটে সাবাড়; দায় নিচ্ছে না কেউ

/ ১৩৪ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

আল আমিন রনি, খাগড়াছড়ি প্রতিনিধি::

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি  সাইনবোর্ড এলাকায় অবস্থিত বিআরডিবি সমিতির সরকারী বাগানের গাছ কেটে সাবাড় করে দিচ্ছে একটি চক্র। আর এ গাছ কাটাকে কেন্দ্র করে একে অপরের উপর দায় চাপাচ্ছে। সরকারি বাগানের গাছ কাটার সংবাদ পেযে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫ একর ভূমির কাঠ বাগানের প্রায় গাছশূন্য হয়ে গেছে। অতি সম্প্রতি বাগানে আগাছা পরিষ্কারের নামে বেশ কিছু বড় বড় গাছ কেটে নিয়ে গেছে গাছ খেকো চক্র এবং কিছু কেটে ফেলে রাখা হয়েছে। 

ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কার্বারী বলেন, “আমিও এ বাগানের একজন সদস্য ইউসিসিএ এর মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন (বাবলু) জঙ্গল কাটার কথা বলে গাছ কেটেছে বলে তিনি দাবী করেন। এই বাগানের সাথে সম্পৃক্ততা রয়েছে মাটিরাঙ্গা উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা ইউসিসিএ লি: পল্লী উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান  মো: জাকির হোসেন (বাবলু), কৃষি সমবায় সমিতির সদস্য তাপস ত্রিপুরা। ঘটনার বিষয় জানার জন্য উপরোক্ত ব্যক্তিদের সাথে দেখা করতে তাদের অফিসে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অফিসের দরজা লাগিয়ে অন্যথায় চলে যায়। তাই তাৎক্ষনাৎ তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।”

এ বিষয়ে জানতে চাইলে গুইমারা উপজেলার বিআরডিবি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, সংবাদ পেয়ে লোক পাঠিয়ে গাছ কাটার তথ্য পেয়েছি তবে কে বা কাহারা কেটেছে সুনির্দিষ্ট করে তিনি বলতে পারেন না। 

এ বিষয়ে মাটিরাঙ্গা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবলুর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, “জঙ্গল কাটার কথা আমি জানি কিন্তু গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। দুষ্ট চক্রের লোকজন কেটে আমার বদনাম করছে। দুষ্ট চক্র কারা তা তিনি পরিস্কার করে কারো নাম বলেননি।

স্থানীয়রা জানান, বিআরডিবিকে এই ১০ একর জায়গা দিয়েছিল নির্মল নারায়ন ত্রিপুরার পিতা নগেন্দ্র নারায়ন ত্রিপুরা (সাবেক চেয়ারম্যান)। তিনি বিভিন্ন সেবা জনক কাজের জন্য স্বর্ণপদক পেয়েছিল। তার দেওয়া জায়গা থেকে এখন লুটপাট করে খাচ্ছে একটি চক্র।

গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা জানান, বিআরডিবির যে একটি বাগান রয়েছে সেই বাগানের গাছ গুলো কেটে নিয়ে গেছে। এখানে ৫০ বছর পুরোনো গাছ রয়েছে। এগুলো কেটে সুপরিকল্পিত ভাবে নিয়ে গেছে। এর আগেও জঙ্গল কাটার নাম করে মূল্যবান গাছ কেটে নিয়ে গিয়েছিল। 

এ বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  রক্তিম চৌধুরীকে জানালে তিনি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করেন। 

বিআরডিবি জায়গার গাছ কাটার বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গাছ কাটার বিষয়ে এখনো কোনো প্রকার অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো পড়ুন