• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

“২০২৩ ফেব্রুয়াড়ি মাসে শ্রেষ্ঠ জেলা হিসেবে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠত্ব অর্জন”

/ ৮৬ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যের কর্মদক্ষতায় ফেব্রুয়ারি/২০২২ মাসে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, কুড়িগ্রাম।  পুলিশ সুপার কুড়িগ্রাম আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জেলা পুলিশের সকল সদস্যের সহযোগিতায় মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি অন্যান্য অপরাধ দমনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জেলা পুলিশ, কুড়িগ্রামকে। 

এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারি/২০২৩ মাসে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন পুলিশ সুপার, কুড়িগ্রাম জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

ফেব্রুয়ারি/২০২৩ মাসে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ এসআই নিরস্ত্র হিসেবে রৌমারী থানায় কর্মরত এসআই নিরস্ত্র জনাব মোঃ এনামুল হক, শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে কুড়িগ্রাম ট্রাফিক বিভাগের সার্জেন্ট জনাব ভিকটর দেবনাথ, শ্রেষ্ঠ থানা হিসেবে রৌমারী থানার অফিসার ইনচার্জ জনাব রুপ কুমার সরকার ও শ্রেষ্ঠ সার্কেল হিসেবে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সোহেল উদ্দিন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত রংপুর রেঞ্জের মাসিক সভায় রেঞ্জের ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয় পুরষ্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব এ এফ এম আনজুমান কালাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জনাব এস এম রশিদুল হক পিপিএম সহ রংপুর রেঞ্জ অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের প্রতিদিন অধিকতর নিরাপদ রাখতে ও সদাদশ সরকারের স্মার্ট বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে বেগবান করতে এই উদ্দীপনা জেলায় কর্মরত সকল পুলিশ সদস্যদের এক অনন্য অনুপ্রেরনা জোগাবে। টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।


আরো পড়ুন