• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পুলিশ-ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

/ ১৩২ বার পঠিত
আপডেট: রবিবার, ৫ মার্চ, ২০২৩

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ম্যাজিষ্ট্রেসী আদালতের বিজ্ঞ বিচারক ও জেলার পুলিশ কর্মকর্তাদের নিয়ে “পুলিশ-ম্যাজিষ্ট্রেসী” ফনফারেন্স অনুষ্ঠিত হয়। ৪ মার্চ শনিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে কনফারেন্সে ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন প্রমুখ।

এছাড়াও জেলার ৭ থানার অফিসার ইনচার্জ, কোট ইন্সপেক্টর, সিআইডি কর্মকর্তা, পিবিআই কর্মকর্তাসহ আদালতের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ বক্তব্য দেন। অনুষ্ঠানে ২০২২ সালের সর্বোচ্চ সাক্ষ্য গ্রহনকারী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হিসেবে ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সর্বোচ্চ মামলা নিস্পত্তিকারী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হিসেবে ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, বার্ষিক সামগ্রিক কর্মমূল্যায়নে সেরা অফিসার ইনচার্জ হিসেবে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: খায়রুল আনামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আরো পড়ুন