• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

প্রায় ১৯৫ কোটি টাকার তেল কিনবে সরকার

/ ১৮৬ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

টিসিবি’র জন্য ১৯৪ কোটি ৭০ লাখ টাকার ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। বুধবার (১ ফেব্রুয়ারি) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে গ্লোবাল করপোরেশনের কাছ থেকে এই তেল কেনা হবে।

এর আগে, গত ১৯ জানুয়ারি টিসিবির জন্য ২০০ কোটি ২০ লাখ টাকায় ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়।

তারও আগে, গত বছরের ২৯ ডিসেম্বর ৮১ কোটি ১৮ লাখ টাকার ৪৪ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেয় সরকার।


আরো পড়ুন