• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১১:৪১ অপরাহ্ন

পুলিশের “আটকের” পরোয়ানায় চলছে সাড়াশি অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক-১

/ ১৩৯ বার পঠিত
আপডেট: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

মামুন মিঞা, জেলা প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় থানা পুলিশের আটকের পরোয়ানায় চলছে সাড়াশি অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ সাজাপ্রাপ্ত আসামি আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।

নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে৫৯(উনষাট)টি আটক(গ্রেফতার)পরোয়ানা পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। তারই ধারাবাহিকতায় নগরকান্দা থানার অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল)জনাব আসাদুজ্জামান(শাকিল)এর দিক নির্দেশনায়,জনাব মিরাজ হোসেন,ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নগরকান্দা থানা,র দক্ষ নেতৃত্বে, সঙ্গীয় উপ-পুলিশ পরিদর্শক(এস,আই)এবং পুলিশ সদস্যদের নিয়ে বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করেন।

পরিচালনা কালে কার্তা,ভেলা,রাম দা,দা,ছ্যান,ছোরা,ঢালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং সাহিদ সেক(৪৮),পিতা মৃত্যু মালেক সেক,সাকিনঃ- বানেশ্বরর্দী,উপজেলা/থানাঃ-নগরকান্দা,জেলাঃ-ফরিদপুর।৬(ছয়)মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করে।

এ বিষয় নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জনাব মিরাজ হোসেন বলেন,রাত্রিকালীন সময়ে এ অভিযান পরিচালনা করা হয়, আমাদের এ অভিযান অব্যহত থাকবে। দেশীয় অস্ত্র উদ্ধারকালে আমরা কোনো পুরুষ মানুষকে বাড়িতে পাইনি।


আরো পড়ুন