• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

২২শ লিটার চোলাইমদ সহ গ্রেফতার -১

রহমতউল্লাহ আশিক, নওগাঁ প্রতিনিধি / ১১৫ বার পঠিত
আপডেট: রবিবার, ৭ আগস্ট, ২০২২

নওগাঁর বদলগাছী থেকে ২২শ লিটার চোলাই মদ সহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। রোবরার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের মেসার্স সজীব ট্রেডার্স এর পশ্চিমে অবস্থিত বদলগাছী-জয়পুরহাটগামী পাকা রাস্তার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫।

গ্রেফতার ওই মাদক কারবারির নাম আব্দুস সামাদ (৫৭)। তিনি উপজেলার তেজাপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র‌্যাব সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের মেসার্স সজীব ট্রেডার্স এর পশ্চিমে অবস্থিত বদলগাছী-জয়পুরহাটগামী পাকা রাস্তার অভিযান চালায়। এসময় ২২শ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আব্দুস সামাদকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব-৫ এর সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করতেন। এরপর তিনি তা দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।


আরো পড়ুন