• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

রিয়াজুল ইসলাম বাচ্চু স্টাফ রিপোর্টার / ২৩২ বার পঠিত
আপডেট: বুধবার, ২৫ মে, ২০২২

ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল ১০টায় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মো: শিহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ফ্যামিলি প্লানিং এর ডিডি পিয়ারা বেগম, মেডিকেল অফিসার ডা: মো: মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি মো: খলিলুর রহমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মো: আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মো: শফিউল আজম টুটুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, ঝালকাঠি রিপোর্টারস ইউনিটির সভাপতি এসএম রাজ্জাক পিন্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মো: ইউনুস ও গীতা পাঠ করেন গৌতম কুমার এবং জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২ মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন ডা: মো: মোস্তাফিজুর রহমান। ৪জুন হইতে ৭জুন ২০২২ পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নীচে কমিয়ে আনা এবং তা অব্যাহত রাখা, শিুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা।

এ বছর ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১,০০,০০০ আইইউ ক্ষমতা সম্পন্ন ১টি নীল রং এর ভিটা-এ ক্যাপ কাঁচি দ্বারা কেটে খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ২,০০,০০০ আইইউ ক্ষমতা সম্পন্ন ১টি লাল রং- এর ভিটা-এ ক্যাপ কাঁচি দ্বারা কেটে খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হয়। এছাড়াও কর্মশালায় শিশুদের ভিটামিন “এ” যুক্ত খাবার খাওয়ানোর পরামর্শ প্রদান করা হয়।


আরো পড়ুন