• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট প্রতিনিধি / ১৬৯ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

 

জয়পুরহাটে ৬৫টি মামলার আলামত ১৪ হাজার ৬৪১ বোতল ফেন্সিডিল ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, আদালত (কোর্ট) পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ খান, পুলিশ পরিদর্শক নীরেন্দ্রনাথ মণ্ডল, জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কৃষ্ণ প্রসাদ তলাপাত্র, মালখানার এসআই (নিরস্ত্র) রিয়াজুল ইসলাম প্রমুখ।

পুলিশের আদালত (কোর্ট) পরিদর্শক আব্দুল লতিফ খান বলেন, ‘জয়পুরহাট আদালতের মালখানায় ২০০৮ সাল হতে ২০২০ সাল পর্যন্ত মোট ৬৫ টি মামলার আলামত হিসেবে জব্দকৃত এবং সংরক্ষিত থাকা এই ১৪ হাজার ৬৪১ বোতল ফেন্সিডিল ধ্বংস করা হয়।


আরো পড়ুন