• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

ভালোবাসা এক মহাকাব্য

কবি: রৌনকা আফরুজ সরকার / ২১১ বার পঠিত
আপডেট: সোমবার, ১১ এপ্রিল, ২০২২

কথা বলতেই এত কথার ছলা

হয়নি কভু ভালোবাসি কথাটি বলা,
জোতীষী জানেনা ভবিতব্য
ভালোবাসা হয়ে আছে এক মহাকাব্য।

চোখ রাখতেই এত ছলে অমন করে দেখা
হয়নি কভু একসাথে চোখে চোখ রাখা,
আজ রূপকথাও নয় কোন সহজ লভ্য
ভালোবাসা হয়ে আছে এক মহাকাব্য।

প্রেমগীত গাইতেই এত গীতি
হয়নি গাওয়া নীল বেদনায় জ্বলে স্মৃতি,
নিয়তি লিখছে বসে ইতিহাস এক নব্য
ভালোবাসা হয়ে আছে এক মহাকাব্য।

ভালোবাসি লিখতেই এত পদ্য লেখা
হয়নি কভু মিলন পদ্যের ছবি আঁকা,
ফুটেছে সে সদ্য তবু বিরহ অনবদ্য
ভালোবাসা হয়ে আছে এক মহাকাব্য।

ফেরাতেই ফিরে ফিরে আসা
তবু অনুভবে পাকা তার বাসা,
প্রেম সভ্যতায় প্রেমিক এক সুসভ্য
ভালোবাসা হয়ে আছে এক মহাকাব্য।

সাথে হাসতেই এত হাসির মেলা
হয়নি কভু একসাথে হাসি হাসি খেলা
জানিনা রম্যকের হাসি কতদূর রাব্য
ভালোবাসা হয়ে আছে এক মহাকাব্য।


আরো পড়ুন