• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সাংবাদিকের ওপর হামলা: বিএমএসএফ’র প্রতিবাদ

/ ৩৫২ বার পঠিত
আপডেট: রবিবার, ৭ জুলাই, ২০১৯

ঢাকা ৭ জুলাই ২০১৯: কুড়িগ্রামের উলিপুরে সংবাদ প্রকাশের জের ধরে আজ রোববার দুপুর আড়াইটায় কুড়িগ্রামের উলিপুরে দৈনিক যুগান্তর প্রতিনিধি উত্তম কুমার সেন গুপ্ত (লক্ষন)’র উপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনায় বিএমএসএফ’র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

তদন্ত পূর্বক সুষ্ঠ বিচারের দাবি জানিয়ে সংশ্লিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করেছে বিএমএসএফ সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, দেশে প্রতিনিয়ত দেশে সাংবাদিক নির্যাতিত হচ্ছে। কিন্তু বিচারহীনতার কারনে একেরপর সাংবাদিক নির্যাতিত হচ্ছে। এর প্রায়শই ঘটনারই বিচার হয়না। সরকারের নিকট সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের দাবি করেন।


আরো পড়ুন