• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

/ ২৮৫ বার পঠিত
আপডেট: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানা-পুলিশের ওসি (অপারেশন) হীরন্ময় বাড়ৈ জানান, শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনপির কার্যালয়ে থাকা নেতাকর্মীরা এবং পুলিশ বিষয়টি শুনেছেন বলেও জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ছয়টার পরে হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। চলন্ত গাড়ি থেকে কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে ধারণা করছেন তারা।

বিএনপি দফতরে থাকা কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম তেনজিং বলেন, সন্ধ্যার পর পার্টি অফিসের সামনে ফাঁকা জায়গায় রাস্তায় একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাপারটি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি হীরন্ময় বাড়ৈ।


আরো পড়ুন