• শনিবার, ০৪ মে ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন

কামারজানিতে উঁকি দিয়ে হাসছে কাশফুল

/ ৯২ বার পঠিত
আপডেট: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
কামারজানিতে উঁকি দিয়ে হাসছে কাশফুল

কাশফুলকে না পছন্দ করে। শরৎ এর আমেজে কাশবনের মৃদু হাসি যেন ভালোবাসার হাতছানি উঁকি দিচ্ছে। এমনই এক চিত্র লক্ষ্য করা যায় গাইবান্ধার সদর উপজেলার কামারজানিতে।

কামারজানি নৌবন্দর থেকে নদীর ওপারে যেতে না যেতেই দেখা মেলে কাঙ্খিত কাশফুল। বেলা শেষে অনেকেই আসেন কাশফুল দেখতে। দিনের ক্লান্তি দূর করতে নদীর আবহাওয়া ও মনোমুগ্ধকর কাশফুল সৌন্দর্যের লীলাভূমি।

শরৎ এর কাশফুল দেখার জন্য এখন সঠিক স্থানের খোঁজ করছেন কমবেশি সবাই। দিগন্তজোড়া শুভ্র কাশফুলের সৌন্দর্য সবাইকে বিমোহিত করে। কাশফুলের নরম ছোঁয়ায় মনে প্রশান্তি আসে, সব ক্লান্তি দূর হয়ে যায়।


আরো পড়ুন