• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

সুবর্ণচরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ১৩৮ পরিবার

খালিদ হাসান মামুন, নোয়াখালী সুবর্ণচর প্রতিনিধি / ১২৩ বার পঠিত
আপডেট: বুধবার, ২০ জুলাই, ২০২২

আগামীকাল ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্যদিয়েই আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে সুবর্ণচর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের বাড়িতে পাকা ঘরে এবার মাথা গোঁজাবার ঠিকানা হবে ১৩৮ পরিবারের।

এই ঘরে জীবনের গল্প পরির্বতনের পাশাপাশি ভাসমান জীবনের লজ্জা মুচে যাওয়ার স্বপ্ন দেখছেন সুবিধাভোগী পরিবারগুলো।

বুধবার (২০ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল সকালে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে সুবর্ণচরে ১৩৮ টি ঘর উদ্বোধন করবেন।

উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন জমি ক্রয় করে হলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর কন্যা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, আমরা নোয়াখালী জেলা প্রশাসকের নির্দেশনায় সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।


আরো পড়ুন