• শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোটর সাইকেলসহ ০২ চোর গ্রেফতার

/ ৫২ বার পঠিত
আপডেট: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
কুমিল্লায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোটর সাইকেলসহ ০১ চোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
আজ ২২/০৪/২০২৪ ইং তারিখ রাত ০১:৩০ মিনিটের সময় কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মোঃ মোরশেদ আলম ও সঙ্গীয় ফোর্সসহ সদর দক্ষিন মডেল থানার কোটবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় পেট্রোল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি সালমানপুর দীঘির পূর্বপাড় আবুল হোসেনের গ্যারেজের সামনে রাস্তার উপর কয়েকজন মোটরসাইকেল চোর চক্রের সদস্য একত্রিত হয়ে চোরাই মোটরসাইকেল ক্রয়- বিক্রয় করতেছে। উক্ত সংবাদপ্রাপ্ত হয়ে এসআই মো: মোরশেদ আলম ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে ঘটনাস্থল হতে আসামীগণ পালানোর চেষ্টাকালে অফিসার ও ফোর্সের সহয়তায় আসামী মোঃ খোরশেদ আলম (৩০) কে ০১টি কালো রংয়ের Hero glamour মোটরসাইকেল যার রেজি: নং-কুমিল্লা ল-১১-৫৯৪৮ সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ খোরশেদ আলম (৩০) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার সঙ্গীয় অপর আসামীগণ ১/ মোঃ শিপু ওরফে শিল্পা ওরফে শিপা (৩৭), ২/ রাকিবুল হাসান প্রকাশ রিয়াদ (২৭) দ্বয়ের হেফাজতে আরো ০৬ টি চোরাই মোটরসাইকেল রয়েছে মর্মে জানান। গ্রেফতারকৃত আসামীর তথ্য মতে সদর দক্ষিন মডেল থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির একটি চৌকশ টিম কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকার পলাতক আসামী জসিম ও শিপুদ্বয়ের বসত বাড়ির উঠানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামী জসিম ও শিপু ঘর থেকে বাহির হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামীদ্বয়ের বসত-বাড়ী তল্লাশী করে ০৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম, ঠিকানা ও পিসিপিআর:-

১/ মো: খোরশেদ আলম (৩০), পিং: সেলিম মিয়া, মাতা: সেতারা বেগম, সাং: কোটবাড়ি রামপুর, ২৪ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন, পো: হালিমানগর, থানা: সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা।

উদ্ধারকৃত আলামত:-

(i) ০১ টি নীল কালো রংয়ের YAMAHA FZS V2 150 CC MOTORCYCLE (ii) ০১ টি লাল কালো রংয়ের BAJAJ DISCOVER 110 CC MOTORCYCLE (iii) ০১ টি লাল কালো রংয়ের HONDA XBLADE 150 CC MOTORCYCLE (iv) ০১ টি নীল কালো রংয়ের BAJAJ DISCOVER 125 CC MOTORCYCLE (v) ০১ টি কালো রংয়ের TVS RAIDER 125 CC MOTORCYCLE (vi) ০১টি লাল কালো রংয়ের HERO GLAMOUR MOTORCYCLE

উক্ত ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় এজাহার দায়ের করলে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৩০, তারিখ- ২২/০৪/২০২৪ইং ধারা-৪১৩ পেনাল কোড, রুজু করা হয়।


আরো পড়ুন