• বুধবার, ০১ মে ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

সাজাপ্রাপ্ত পলাতক আসামি পিয়ারা বেগম এক যুগ পর গ্রেফতার

/ ৩৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
সাজাপ্রাপ্ত পলাতক আসামি পিয়ারা বেগম এক যুগ পর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
গত ০৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ বিকালে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন তিলছড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নড়াইল জেলার লোহাগড়া থানার মামলা নং- জিআর-১২৭/১১, তারিখ- ১২/১০/২০১১ইং, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৩(খ); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমান অনাদায়ে আরো ০১ (এক) বছর কারাদন্ডপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘ এক যুগ যাবৎ পলাতক আসামি পিয়ারা বেগম (৪০), স্বামী: মৃত বেলায়েত সরদার, সাং-নিজড়া সরদার পাড়া, থানা: গোপালগঞ্জ সদর, জেলা: গোপালগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন