• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

কুমিল্লায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক’সহ আটক ০৩

/ ১০৮ বার পঠিত
আপডেট: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

কুমিল্লায় কোতয়ালী মডেল থানা কর্তৃক ১৪০০ পিস ইয়াবা, ৪০০ পিস ট্যাপেনটেডল ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল উদ্ধার সহ ০৩জন আসামী গ্রেফতার।


গত ০৭/১০/২০২৩ইং তারিখ ০৬.২০ মিনিটের সময় কোতোয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউপিস্থ আমড়াতলী সাকিনের আমড়াতলী দিঘীর পশ্চিম পাড়ে পাকা রাস্তার উপর হতে ক)১৪০০ (এক হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট (খ) ৪০০পিস ট্যাপেনটেডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পুরাতন কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটর সাইকেল সহ আসামী ১। নাহিদুল হক সাজ্জাদ(২৮), পিতা-বাহার আলী ,স্থায়ী: গ্রাম- ধনঞ্জয় (৫নং ইউপি),উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা, ২। মোঃ ইয়াছিন আরাফাত(২৫), পিতা-মৃত রফিকুল ইসলাম, মাতা-সাবিনা বেগম ,স্থায়ী: গ্রাম- বামইল (শিবের বাজার) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা, ৩। মোঃ সোহেল(৩১), পিতা-আলী মিয়া, মাতা-জোসনা বেগম ,স্থায়ী: গ্রাম- বামইল (শিবের বাজার) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা – কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করেন।


এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৭, তারিখ- ০৮ অক্টোবর, ২০২৩; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/২৯(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।


উল্লেখ্য যে, ১নং আসামী নাহিদুল হক সাজ্জাদ(২৮) এর নামে পূর্বের ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


আরো পড়ুন