• রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

বিশ্বকাপে আম্পায়ারের ভুলে ৫ বলের ওভার!

/ ৮৮ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

অনলাইন ডেস্ক:-
বিশ্বকাপে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচে ৫ বলে দেওয়া হয়েছে ওভার! ভুল করেছেন আম্পায়াররা। টস জিতে আগে বোলিং করে নেদারল্যান্ডস। দলীয় মাত্র ৩৮ রানেই সাজঘরে ফেরায় পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যানকে।

সেই চাপ সামলে সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১৪তম ওভারে ক্রিজে ব্যাট করছিলেন।
যেখানে প্রথম তিন বলে কোনো রান দেননি ডাচ পেসার পল ফন মেকেরেন। চতুর্থ বলে সিঙ্গেল নেন রিজওয়ান। পঞ্চম বলে চার মারেন শাকিল এরপরই ওভার ঘোষণা করেন দুই অনফিল্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক ও ক্রিস ব্রাউন।

ওভার শেষ হতে যে তখনও এক বল বাকি তা টেরই পাননি তারা। এমনকি টিভি আম্পায়ার রড টাকারও সতর্ক করেননি তাদের।

অবশ্য ক্রিকেট আইনের ১৭.৫ অনুচ্ছেদে লেখা আছে, ‘যদি আম্পায়ার বৈধ বলের সংখ্যা গণনায় ভুল করেন, তাহলে আম্পায়ারের দেওয়া ওভারের ঘোষণাটি বহাল থাকবে। ‘

এই ঘটনার আট ওভার পর আরও একবার ভুল করে বসেন আম্পায়াররা। ২২তম ওভারের দ্বিতীয় বলে রোলফ ফন ডার মারউইকে চার মারেন শাকিল। তখনই তিনি ও রিজওয়ান বুঝতে পারেন ৩০ গজ বৃত্তের বাইরে একজন বেশি ফিল্ডার নিয়ে খেলছে নেদারল্যান্ডস।

সঙ্গে সঙ্গেই আম্পায়ারকে জানান তারা। এবার অবশ্য ভুল শুধরে নিয়ে নো বলের সংকেত দেন আম্পায়ার।

বিশ্বকাপে আম্পায়ারদের এমন ভুল এবারই প্রথম নয়। চলতি বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচে দেখা গেছে সাত বলের ওভার।


আরো পড়ুন