• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

টাইটানিকের ধ্বংসাবশেষের বিরল ভিডিও প্রকাশ

/ ১৮৯ বার পঠিত
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

১৯১২ সালে টাইটানিক নামে বিলাসবহুল এক প্রমোদতরী আটলান্টিক মহাসাগরে তলিয়ে যায়। ডু্বে যাওয়ার ৭৩ বছর পর ১৯৮৫ সালে সাগরে তলদেশ থেকে এর ধ্বংসাবশেষ শনাক্ত হয়। ১৯৮৬ সালে মার্কিন সমুদ্রবিষয়ক প্রতিষ্ঠান উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনের (ডব্লিউএইচআই) গবেষক দল ধ্বংসাবশেষটির ভিডিও ধারণ করে। এই ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে গবেষণা সংস্থাটি।

আটলান্টিক মহাসাগরের প্রায় তিন কিলোমিটার গভীরে ভিডিওটি ধারণ করা হয়েছে। একটানা ধারণ করা ৮০ মিনিটের এই ভিডিওটির বেশিরভাগই এতোদিন অপ্রকাশিত ছিল। এতে জাহাজটির ভেতরের অবস্থা দেখা গেছে। ভিডিওতে জাহাজের ডেক ও বিভিন্ন সরঞ্জাম দেখা গেছে। আশেপাশের সামুদ্রিক প্রাণীদের ঘুরে বেড়ানোর দৃশ্যও উঠে এসেছে ফুটেজে।

সূত্র : রয়টার্স


আরো পড়ুন