• রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন

বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযান

/ ৯৮ বার পঠিত
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালাতে ডিবি পুলিশ প্রবেশ করার খবর পাওয়া গেছে। এসময় ডিবির মতিঝিল বিভাগের একটি ইউনিটকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার নেতৃত্ব দেন।

বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টা ৬ মিনিটে তাদের কার্যালয়ের সামনে দেখা যায়। এসময় বিএনপির অনেক নেতাকর্মী কার্যালয়ের ভেতরে দরজা লাগিয়ে অবস্থান নিতে দেখা যায়। সংঘর্ষের পর থেকে সন্ধ্যা নাগাদ পুরো পল্টন এলাকা পুলিশ নিয়ন্ত্রণে নেয়। শুরু করা হয় বিএনপি কার্যালয়ের আশপাশে তল্লাশি অভিযান।

নেতাকর্মীরা জানায়, বুধবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র কয়েকজন নেতা কার্যালয়ের ভেতরে সংবাদ সম্মেলন করেন।

একই সময় অফিসের নিচে ফখরুলসহ কিছু নেতাকর্মী অবস্থান নেন। দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। দুপুর ৩টার দিকে অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এক ‍যুবকের মৃত্যু হয়। তবে এ বিষয়ে পুলিশের কেউ মুখ খুলতে রাজি হয়নি।


আরো পড়ুন