• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন

মেসিদের হারিয়ে কল্পনাতীত সুসংবাদ পেল সৌদি ফুটবলাররা

/ ৯৬ বার পঠিত
আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

বিশ্বমঞ্চে নিজেদের অস্তিত্বের জানান দেওয়া, নতুন করে চেনানোর কাজটা বেশ ভালোভাবেই করেছে সৌদি আরবের ফুটবলাররা। কাতার বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেই বিশ্বকেই কিনা কাঁপিয়ে দিয়েছিল আরবের ফুটবলাররা। কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছিল দলটি।

সৌদি আরবের এমন ঐতিহাসিক কীর্তিতে দেশটিতে খুশির বন্যা বয়ে যায়। আনন্দ উপভোগ করতে দেশটিতে একদিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়। দেশকে এই আনন্দ যারা এনে দিয়েছে, সেই ফুটবলারদেরও খুশির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমান আল সাউদ।

আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দেওয়ায় দলের প্রতিটি খেলোয়াড়কে রোলস রয়েলসের ফ্যান্থম সিরিজের নতুন মডেলের গাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সৌদির রাজা। যে গাড়ির দাম ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের সমান। বাংলাদেশি অর্থমূল্যে যা সাড়ে চার কোটি টাকারও বেশি।


আরো পড়ুন