• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

দেড় বছর অনুপস্থিত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য সহকারী

/ ১০৪ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
দেড় বছর অনুপস্থিত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য সহকারী

প্রায় দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. জাকিরুল ইসলাম। তদন্তে জানা গেছে নিজের বাসাতেও নেই তিনি। এরপর অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, স্বাস্থ্য সহকারী মোঃ জাকিরুল ইসলাম ২০২১ সালের মার্চ মাস থেকে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত আছেন। তার কোনও খোঁজ না পাওয়ায় মার্চের শেষ দিকে ডাক যোগে তার বাড়িতে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়। তাতেও তার কোনও সাড়া মেলেনি। পরে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় মামলা দায়ের করে স্বাস্থ্য বিভাগ। তদন্তে তার অবস্থান লন্ডনে শনাক্ত করা হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) তার অনুপস্থিত, অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ইং, রাতে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, প্রায় দেড় বছর ধরে অবৈধভাবে স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী জাকিরুলকে গত সোমবার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জাকিরুল ইসলাম লন্ডনে থাকায় তার কোনও বক্তব্য পাওয়া যায়নি।


আরো পড়ুন