• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

জয়পুরহাটে সারের দাম বেশি নেওয়ায় জরিমানা

নেওয়াজ মোর্শেদ, জয়পুরহার্ট প্রতিনিধি / ১৯৪ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ইউরিয়া সার বিক্রয় এবং অবৈধভাবে মজুদের দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার রায়কালী, মহনপুর ও তিলকপুর বাজারে অভিযান করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম হাবিবুল হাসান জানান, কৃষকের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসায়ীদের ৭৭ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরো পড়ুন