• শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

শেষ হলো ৩ দিনের ডিসি সম্মেলন

/ ২৬৮ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

শেষ হলো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এবারের সম্মেলন।

গত মঙ্গলবার সকালে শুরু হওয়া এ সম্মেলন বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে শেষ হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৩’ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জেলা প্রশাসকদের খাদ্য উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যবস্থা গ্রহণসহ ২৫টি নির্দেশনা দেন।

সম্মেলনের প্রথম দিন ১৪টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে চারটি কার্য-অধিবেশন হয়। দ্বিতীয় দিন ২১টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সাতটি অধিবেশন হয়। আর শেষ দিন বৃহস্পতিবার ২০টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ৯টি কার্য-অধিবেশন হয় ডিসিদের। পরে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং নির্দেশনা গ্রহণ করেন তারা।

এবার সম্মেলনে মোট ২৬টি অধিবেশন হয়। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্যঅধিবেশন ২০টি।


আরো পড়ুন