• রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

ত্রিশালে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

ইমরান হাসান ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি / ১৭৩ বার পঠিত
আপডেট: রবিবার, ৩১ জুলাই, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে সাম্প্রতি বেশ কয়েকটি সড়ক দূর্ঘটনার পেক্ষাপটে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্দোগ্যে  উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১শে জুলাই রবিবার সকালে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্সরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

উপজেলা নিরাপত্তা কমিটির সভায়, ঢাকা ময়মনসিংহ  মহাসড়কের ত্রিশাল অংশে সকল ধরনের থ্রি হুইলার চলাচল বন্ধ, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এর ত্রিশাল অংশে ফুট ওভার ব্রিজের নিচে মহাসড়কে রোড ডিভাইডারে গ্রীলের ব্যারিকেড নির্মান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাটা অংশ পূনঃ নির্মানসহ এই অপরাধ পুনরায় সংগঠিত হলে সনাক্তপূর্বক নিয়মিত মামলা দায়ের, মহাসড়কের অবৈধ বাজার ও দোকান পাট উচ্ছেদ, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রীজ নির্মান, ড্রাইভিং লাইসেন্সসহ সড়ক পরিবহন সংক্রান্ত সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে সপ্তাহে ০২ দিন সহকারী কমিশনার (ভূমি) এর   নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা ও ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এর ঢাকা রোডে বাস বে নির্মানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোহাঃ আহমার উজ্জামান, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, সহকারী কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এএইচএম জোবায়ের হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, সওজ এর প্রতিনিধি, বিআরটিএ এর প্রতিনিধি, মোটর মালিক সমিতি,  সিএনজি/ অটোরিকশা ও সড়ক পরিবহন শ্রমিক নেতা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়  সাংবাদিক বৃন্দ ।


আরো পড়ুন