• শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

করোনার মধ্যেও রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

অনলাইন ডেস্ক / ১৮৫ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

করোনার মধ্যেও রেকর্ড প্রবাসী আয় এসেছে সদ্য শেষ হওয়া অর্থবছরে। ২০২০-২১ অর্থবছর শেষে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা টাকার হিসাবে দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকারও বেশি।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন দিয়েছে এ তথ্য। অর্থবছরের ব্যবধানে রেমিট্যান্স আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা পুরো অর্থবছরের মধ্যে সবচেয়ে বেশি। অর্থবছরের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সও এসেছে বিদায়ী অর্থবছরে।

 


আরো পড়ুন