• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

মুক্তাগাছায় পুলিশ ও খুনের মামলার প্রধান আসামী একই সারিতে!

/ ২৩৪ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

বদরুল আমিন, নিজস্ব প্রতিবেদক:-
খুনের মামলাসহ একাধিক মামলার আসামী মাহবুবুল আলম মনিকে নিয়ে মুক্তাগাছার থানা পুলিশ, জেলা পুলিশের এসপি ও স্থানীয় সংসদ সদস্যকে শারদীয় দূর্গা উৎসবের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করান গত ২৩ অক্টোবর।

তারা বড় হিস্যা একটি পুজামন্ডবে উৎসব উপভোগ করেন। এসময় মুক্তাগাছায় চাঞ্চল্যকর আসাদ হত্যার প্রধান আসামী মাহবুবুল আলম মনিসহ ৭ জন উপস্থিত ছিলেন। মনি তথন মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদের পাশে বসা ছিল। হাইকোর্টের ডিরেকশন এর সময় অতিক্রম করার পর একজন আসামীকে নিয়ে পুলিশের শারদীয় দূর্গা পুজা পরিদর্শন পুলিশের ভাবমুর্তী নিয়ে স্থানীয় ভাবে সমালোচনার ঝড় তুলেছে।


সুত্র জানায়, মাহবুবুল আলম মনি প্রায় হাফ ডজন মামলার আসামী। কোনটা বিচারাধীন কোনটার বিচার কার্জ শেষ হয়েছে। তিনি স্থানীয় এমপি’র সমর্থক। সড়কে চাঁদাবাজী, বাড়ি দখল, মারামারি ও সন্ত্রাসী কার্যক্রমের বহু অভিযোগ রয়েছে। অপর দিকে পুলিশে বিভিন্ন অনুষ্ঠানে মাহবুবুল আলম মনি থাকেন অতিথি হিসেবে। পুলিশ কর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে দেন বক্তব্য। সন্ত্রাসের জগতে মনির আধিপত্য বিস্তার কিংবা আসাদ হত্যার অন্তরালে গডফাদার কে? এমন প্রশ্ন জনমনে দেখা দিতেই পারে?


কয়েক মাস আগে মুক্তাগাছা থানা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং এক সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার পিটানো ও সরকারী কাজে বাধাঁ প্রদানের মামলার(৬ জুলাই/২০২১) একমাত্র আসামী মাহবুবুল আলম মনি তার বক্তব্যে বলেছেন, আসাদকে প্রতিহত করতে। তিনি পুলিশের সহযোগিতা চেয়েছেন। এরপর ২৮ সেপ্টেম্বর আসাদ খুন হয়। তার প্রধান আসামী মাহবুবুল আলম মনি। আসাদকে খুনের পর তিনি একাধিক বার থানা পুলিশের অনুষ্ঠানে যোগ দেন।

থানা পুলিশের নিমন্ত্রনে শারদীয় দূর্গা পুজাঁর আইন শৃংখলা সভায় মনি বক্তব্য দেন।
গত ২৩ অক্টোবর প্রতিমন্ত্রী ও পুলিশ সুপার পুজা পরিদর্শনে মুক্তাগাছায় গেলে সেখানে মাহবুবুল আলম মনিসহ আসাদ হত্যার ৭ আসামী তাদের সাথে পুজা মন্ডব ঘুড়ে দেখেন। বড় হিস্যা পুজা মন্দিরে পুজা উপভোগ করা সময়ে মাহবুবুল আলম মনি তাদের সম-আসনে বসেন। পরে ওসি আব্দুল মজিদের সাথে বসেন। এ সময় মনির শশুর পৌর মেয়র বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। মাহবুবুল আলম মনির হাই কোর্টের ডিরেকশন গত বৃহস্প্রতিবারে শেষ হয়। সোমবারে কোন ক্ষমতার জোরে পুলিশের সাথে থাকেন?


আরো পড়ুন