• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের শারদ আনন্দ’ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন

/ ৮০ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি:-
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর বাকলিয়া থানাধীন রাজবাড়ি কনভেনশন হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) শারদ আনন্দ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। এ আনন্দ বিতরণ ও অন্যরকম বাজার কার্যক্রমে মাত্র ৭ টাকায় মিলবে পোশাক-জুতা, নিত্য প্রয়োজনীয় চাল-ডাল-নুন-হলুদ-তেল, এমনকি মাছ-মাংস-শাক-সবজি সহ মাসের পুরো সদাই।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ।

নগরীর বিভিন্ন এলাকার প্রায় ৩০০০ দুঃস্থ মানুষ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে এই আয়োজনে। এখানে সাত টাকার মধ্যে প্রতীকী মূল্যে চাল, ডাল, তেল, লবণ, আটা, নারকেল, চিনি, গুড়, মাছ, মুরগী, সবজি, বাচ্চাদের শিক্ষা সামগ্রীসহ প্রায় ২৬ টি আইটেম কেনার সুযোগ পায় একেকটি পরিবার।

পাশাপাশি ৭ টাকার মাঝে পরিবারের জন্য শাড়ি, লুঙ্গি, পাঞ্চাবি কিংবা বাচ্চাদের জামাকাপড় কেনার সুযোগ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রতিটি পরিবার সাধারণ বাজার মূল্যে প্রায় দেড় হাজার টাকা সমমূল্যের পণ্য পায়।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোঃ জামাল উদ্দিন,পুনাকের নারী নেত্রী সহ বিদ্যানন্দ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিনে সিএমপি পুলিশের বন্দর জোনের আওতাধীন পতেংগা ও ইপিজেড এলাকার শারদীয় দুর্গাপূজার মন্দির কমিটির নিকট পূজার গিফট বিতরণ (বন্দর ডিসি পোর্ট )শাকিলা সুলতানা।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো পড়ুন