• শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ট্যাবলেট সহ গ্রেফতার ০১

/ ১১২ বার পঠিত
আপডেট: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:-
গত ১৫/১০/২০২৩ইং: তারিখ ১২:০৫ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) বিশ্বজিৎ পাল এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা সাকিনে অশোকতলা টু রানীর বাজর গামী সড়কের জেলা খাদ্য নিয়ন্ত্রক এর কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে ভারত থেকে অবৈধপথে আসা
ক) ২৬০(দুইশত ষাট) বক্স প্যারাসিটেমল ট্যাবলেট, মোট ৫২,০০০পিস প্যারাসিটেমল ট্যাবলেট,
খ) ২০০বক্স ওভার কেয়ার ট্যাবলেট,মোট ৬,০০০ পিস ওভার কেয়ার ট্যাবলেট সহ আসামী মোঃ মহসিন আলম(৩৬), পিতা-মৃত আজিজুল হক, মাতা-রহিমা বেগম ,বর্তমান: গ্রাম- ঠাকুরপাড়া ( (মদিনা মসজিদ রোড, শাহানারা হাউজ, জনৈক শাহানারা এর ভাড়াটিয়া) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করা হয়।


এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৫৮, তারিখ- ১৫ অক্টোবর, ২০২৩; ধারা-25B(2) The Special Powers Act, 1974; তে মামলা রুজু করা হয়।


আরো পড়ুন