• রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

আলোচিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ভুট্টো মিয়া ২৫ বছর পর গ্রেফতার

/ ৮৪ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ-
র‍্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার চকরিয়া থানার মামলা নং-২৮(১)৯৮, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩৪/৩০ পেনাল কোড ১৮৬০, জিআর নং-২৮/৯৮ এর এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ভ‚ট্টো মিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন শিকদার পাহাড় এলাকার দূর্গম স্থানে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৭ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ভূট্টো মিয়া (৪৮), পিতা-আবুল হক, সাং-শিকদার পাহাড়, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে সূত্রে বর্ণিত মামলার এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৫ যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপণ করে সর্বশেষ তার নিজ এলাকার শিকদার পাহাড়স্থ দূর্গম স্থানে অবস্থান করছিল।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন