• রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

মাদক সম্রাট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহজাহান মোহাম্মদ কক্সবাজার থেকে গ্রেফতার

/ ৬৮ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ-
আসামী শাহজাহান মোহাম্মদ (৪৯) গত ২৪ সেপ্টেম্বর ২০২০ সালে চট্টগ্রাম মহানগরীর ব্রীজঘাট এলাকা হতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগ কর্তৃক ৬ হাজার পিস ইয়াবাসহ আটক হয়। পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগের আভিযানিক দল বাদী হয়ে শাহজাহান মোহাম্মদ (৪৯)’কে আসামী করে চট্টগ্রাম মহানগরীর কতোয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করেন।

যার মামলা নং-৬৮/৬৪৫, তাং- ২৪ সেপ্টেম্বর ২০২০, ধারাঃ ২০১৮ সানের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১০(গ)। মামলা রুজুর ০৬ মাস পর আসামী জামিনে বের হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালতে হাজিরা না দেওয়ায় আসামীর অনুপস্থিতে পুলিশী তদন্ত প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত বর্ণিত মামলার পলাতক আসামী শাহজাহান মোহাম্মদ’কে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

র‍্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত আসামী আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মনামে কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৭ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী শাহজাহান মোহাম্মদ (৪৯), পিতা-খলিলুর রহমান, সাং-পহারচাঁদা, থানা-চকরিয়া, জেলা-কক্সকাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন