• রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

কাশেমপুর থেকে ভুয়া পুলিশ আটক করলেন পুলিশ!

/ ১৭৯ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

জিএমপি কাশিমপুর থানাধীন জিরানী বাজারস্থ টাঙ্গাইল টু ঢাকাগামী মহাসড়কের অকোটেক্স গার্মেন্টেস এর সামনে পাঁকা রাস্তার উপর একজন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়া মহাসড়কে যাতায়াতরত বিভিন্ন অটোগাড়ী থামিয়ে তল্লাশির নাম করে চাঁদা উত্তোলন করিতেছে মর্মে সংবাদের প্রেক্ষিতে কাশিমপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ রঞ্জু আহম্মেদ(২৭), পিতা-মোঃ মান্নান সেখ, মাতা-মোছাঃ নাছিমা খাতুন, সাং-কাদোয়া পশ্চিমপাড়া, ইউপি-সাতবাড়ীয়া, থানা-সুজানগর, জেলা-পাবনা এ/পি সাং-শ্রীপুর বড়টেক দোতলা মসজিদ (আব্দুল হাজী এর বাসার ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ইং ০৮/০২/২০২৩ তারিখ রাত ১৯.০৫ ঘটিকার সময় হাতে নাতে গ্রেফতার করে।

 ধৃত আসামীর দেহ তল্লাশীকালে

(১) বাংলাদেশ পুলিশের এএসপি ও এসপি পদ মর্যাদার পোষাক পরিহিত 02টি পাসপোর্ট রঙ্গিন ছবি 

(২) একটি বাংলাদেশ পুলিশের ভুয়া আইডি কার্ড

(৩) ০২টি  ভুয়া এন আই ডি কার্ড

(৪) ০২টি মোবাইল ফোন,

 (৫) বিভিন্ন মূল্যমানের নগদ ৯০০/-(নয়শত) টাকা উদ্ধার করা হয়। 

ধৃত আসামী মহাসড়কে চলাচলরত অটোগাড়ী থামিয়ে নিজেকে সাভার থানা পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে বিগত ১০/১৫ দিন যাবত তল্লাশির নাম করে চাঁদা আদায় করে আসছিল। 

উক্ত ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে জিএমপি, কাশিমপুর থানার মামলা নং-০৭, তারিখ-০৯/০২/২০২৩ ইং, ধারা-১৭০/৩৮৫/৩৮৬ পেনাল কোড রুজু করা হয়েছে।


আরো পড়ুন